এমপি একাব্বর হোসেনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

আপডেট: November 17, 2021 |
print news

টাঙ্গাইলের মির্জাপুর আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মো. একাব্বর হোসেনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব উঠেছে।

আজ বুধবার সংসদের বৈঠকের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব উত্থাপন করেন।

চলমান সংসদের কোনো সংসদ সদস্য মারা গেলে সংসদের বৈঠকে শোক প্রস্তাব তোলা হয়। পরে তা নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা। ওইদিন সংসদের অন্য কার্যক্রম স্থগিত রেখে বৈঠক মুলতবি করা হয়।

মঙ্গলবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিৎিসাধীন মারা যান চারবারের সংসদ সদস্য একাব্বর হোসেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর গত ১৯ অক্টোবর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদে তিনি প্রথমবার আইনপ্রণেতা হিসেবে সংসদে আসেন। এর পর ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালেও এমপি নির্বাচিত হন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর