ফ্রান্সে করোনার পঞ্চম ঢেউ শুরু হচ্ছে

আপডেট: November 21, 2021 |
print news

ফ্রান্সে করোনার পঞ্চম ঢেউ বিদ্যুৎ গতিতে আসছে। রোববার দেশটির সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আত্তাল এই সতর্কবার্তা দিয়েছেন।

রোববার ফরাসি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক সপ্তাহের ব্যবধানে দেশে করোনার সংক্রমণ প্রায় দ্বিগুণ বেড়েছে। শনিবার সাত দিনের গড়ে দেখা গেছে দৈনিক ১৭ হাজার ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে এই গড় ছিল ৯ হাজার ৪৫৮ জন।

সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আত্তাল বলেছেন, ‘পঞ্চম ঢেউ বিদ্যুৎ গতিতে শুরু হচ্ছে।’

সংক্রমণ বাড়লেও হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা ব্যাপক নয়। করোনার টিকার কার্যকারিতার জন্য এই সংখ্যা কমেছে।

শনিবার হাসপাতালগুলো জানিয়েছে, মোট সাত হাজার ৯৭৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছেন এক হাজার ৩৩৩ জন। এক মাস আগে এই সংখ্যা ছিল যথাক্রমে ছয় হাজার ৫০০ ও এক হাজার।

মুখপাত্র আত্তাল বলেছেন, ‘সংক্রমণ অত্যন্ত শক্তিশালীভাবে বাড়ছে, কিন্তু আমরা জানি, ফ্রান্সে টিকা দেওয়ার হার অনেক বেশি। বুস্টার শটের ব্যাপারে আমরা আমাদের প্রতিবেশীদের তুলনায় এগিয়ে বলে মনে হচ্ছে।’

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর