ক্ষমতাচ্যুত সুদানের প্রধানমন্ত্রীকে ক্ষমতায় ফিরিয়ে আনার পরিকল্পনা

সময়: 8:13 pm - November 21, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদককে ক্ষমতায় ফিরিয়ে আনার পরিকল্পনা করছে সুদানের সেনাবাহিনী। রোববার এ সংক্রান্ত চুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছেন উম্মা পার্টির প্রধান ফাদলাল্লাহ বার্মা নাসির।

এক বিবৃতিতে নাসির বলেছেন, ‘হামদককে তার অবস্থান ফিরিয়ে দিতে এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে জেনারেল বুরহান, আব্দাল্লা হামদক, রাজনৈতিক দল ও নাগরিক কমিটিরগুলোর মধ্যে রাজনৈতিক চুক্তি হয়েছে।’

তিনি জানান, হামদক টেকনোক্র্যাটদের নিয়ে স্বাধীন মন্ত্রিসভা গঠন করবেন এবং চুক্তির আলোকে সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হবে।

বৈঠকের বিষয়টি জানেন এমন সূত্র জানিয়েছে, চুক্তির বিষয়বস্তু ঘোষণার আগে স্বার্বভৌম কাউন্সিল বৈঠক করবে।

তিন সপ্তাহ আগে সুদানের অন্তর্বর্তী সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান। এর পরপর তিনি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং রাজনৈতিক নেতাদের বন্দি করেন। অভ্যুত্থানের প্রতিবাদে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয় এবং আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়েন বুরহান।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর