ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সাকলায়েন পাকিস্তানের প্রধান কোচ

আপডেট: December 1, 2021 |

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে পাকিস্তান দলের প্রধান কোচের পদ ছেড়ে দেন মিসবাহ-উল-হক। তার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় দেশটির কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাককে। বিশ্বকাপে তার অধীনে বেশ ভালোই করেছে দল। এছাড়া বাংলাদেশের মাটিতে প্রতিটি টি-টোয়েন্টি জয়ের পর টেস্ট সিরিজেও শুভ সূচনা হয়েছে। তাই ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তার ওপর ভরসা রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

কিছুদিনের মধ্যেই টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে পাকিস্তানে যাবে ওয়েস্ট ইন্ডিজ। পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজগুলোতে জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বে থেকে যাবেন সাকলায়েন মুশতাক।’

আসন্ন সিরিজটির জন্য বোলিং ও ব্যাটিং কোচের ব্যাপারেও শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়। ওই কর্মকর্তা বলেন, ‘কয়েক দিনের মধ্যে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। একটা ব্যাপার নিশ্চিত যে সাকলায়েন থাকছেন।’

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর