পর্যটনখাতের বিকশে কর্মপরিকল্পনা প্রণয়নে সংসদীয় সাব-কমিটি গঠন

আপডেট: December 1, 2021 |

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় পর্যটনখাতের বিকশে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা (প্রস্তাবনা) প্রণয়নে ৪ সদস্যের সংসদীয় সাব কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং আশেক উল্লাহ রফিক আহমদ সভায় অংশগ্রহণ করেন।

কমিটি কক্সবাজার বিমানবন্দরের চারদিকে কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা বেষ্টনি তৈরি করতে সুপারিশ করে।

সভায় পর্যটন খাতকে শিল্পে পরিণত করার উদ্দেশ্যে এবং এ খাতের সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে বিস্তারিত আলোচনা হয়।

সভায় পর্যটনখাতকে বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় দর্শনীয় স্থানসমূহ নিয়ে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা (প্রস্তাবনা) প্রণয়নের জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।-বাসস

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর