বিলবাওকে হারিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া

আপডেট: December 12, 2021 |
print news

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছে সেভিয়া। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।

শনিবার রাতে ম্যাচের ৩৮তম মিনিটে এগিয়ে যায় সেভিয়া। দলের হয়ে গোল করেন টমাস ডেলানি। প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সেভিয়া।

দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হলে ওই গোলেই ব্যবধান গড়ে জয় নিশ্চিত হয় সেভিয়ার। ১৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৪। আর ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

অ্যাথলেটিকো বিলবাওয়ের অবস্থান টেবিলের ১০ নম্বরে। তাদের পয়েন্ট ২১।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর