গোদাগাড়ীতে ট্রাক চাপায় বাবা-ছেলের মৃত্যু
আপডেট: December 12, 2021
|

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে বাবাকে নিয়ে বাড়িতে ফিরছিলেন ছেলে। পথিমধ্যে দুর্ঘটনায় বাবা ঘটনাস্থলে এবং ছেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার বিজয়নগরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, আব্দুস সালাম (৬০) ও তার ছেলে ইব্রাহীম হোসেন (৩৫)। তাদের বাড়ি উপজেলার দেওপাড়া ইউনিয়নের গুলাই গ্রামে।
গোদাগাড়ী থানার ওসি জানান, উপজেলার নিমপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে বাবাকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন ইব্রাহীম। পথে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে বাবা সালাম মারা যান।
আর ছেলেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে ইব্রাহীম মারা যান।