ব্রিজ চুরির ঘটনায় আটক ১

আপডেট: December 22, 2021 |

যুক্তরাষ্ট্রের ওহাইয়ো শহর থেকে চুরি হয়ে যাওয়া ৫৮ ফুট দীর্ঘ একটি পদচারী সেতু উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে চুরির দায়ে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আকরন পুলিশ জানিয়েছে তদন্তকারীরা গত শুক্রবার বিকেলে সেতুটি খুঁজে পায়। এটির বিভিন্ন অংশ খুলে ফেলা হয়েছিল।

আকরন সেতুটি এক সময় মিডলবুরি নদীর ওপর বসানো ছিল। ২০০৩-০৪ সালে এটি সরিয়ে ফেলা হয় এবং একটি পার্কে সংরক্ষণ করা হয়। পরে একটি নারী আশ্রয় কেন্দ্রে ফের এটি ব্যবহারের পরিকল্পনা ছিল।

গত ৩ নভেম্বর প্রথমে পুলিশ জানতে পারে সেতুটির ওপরের কাঠামো কেউ নিয়ে গেছে। ১১ নভেম্বর জানা যায় ধাতব কাঠামোটিও আর নেই। এই ঘটনায় ৬৩ বছর বয়সী এক ব্যক্তি চুরির অপরাধে অভিযুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষের অভিযোগ একটি পরিবহন কোম্পানির মাধ্যমে পার্ক থেকে সেতুটি নিয়ে যান তিনি।

আগামী কয়েক দিনের মধ্যেই সেতুটি আগের জায়গায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: এপি

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর