আজ থেকে চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে আজ থেকে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের এ রুটে সবুজ রঙের বাস নিয়ে চালু হচ্ছে বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগে ঢাকা নগর পরিবহন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, রাজধানীর মোহাম্মদপুর ডিপো সংলগ্ন বাস স্টপেজ থেকে যাত্রা শুরু করবে ঢাকা নগর পরিবহন।

আজ সকাল ১০টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, ২১ কিলোমিটারের এ রুটে ৫০টি বাস নিয়ে চালু হবে নগর পরিবহন। ৩০টি দ্বিতল বিআরটিসি বাস এবং ট্রান্সসিলভার ২০টি বাস নিয়ে এ পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

পরীক্ষামূলক চালু হওয়া এ রুটে আগামী দুই মাসের মধ্যে বাসের সংখ্যা ১০০তে উন্নীত হবে বলে জানিয়েছিলেন ডিএসসিসি মেয়র। বাসগুলোর রঙ হবে লাল-সবুজ। এ রুটে কিলোমিটার প্রতি ভাড়া পড়বে ২ টাকা ২০ পয়সা।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, ঢাকা নগর পরিবহনে প্রথম দিন থেকেই এ রুটের বাসগুলোতে ই-টিকিটিং সিস্টেম চালু করা হবে। আমাদের বাস-বে, যাত্রী ছাউনিগুলোর প্রস্তুতি শেষ হয়েছে।

এছাড়া এ রুটে প্রতিটি বাসের ড্রাইভার-স্টাফদের নির্দিষ্ট পোশাক থাকবে, সেই সঙ্গে তাদের আইডি কার্ড গলায় ঝোলানো অবস্থায় থাকবে।

বৈশাখী নিউজ/ ইডি