রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসছে ওয়ার্কার্স পার্টি

আপডেট: December 28, 2021 |
print news

স্বাধীন, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংলাপের ৫ম দিনে আজ মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে বসবে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।

বিকাল ৪ টায় বঙ্গভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। গত কয়েকটি মেয়াদে রাষ্ট্রপতি ‘সার্চ কমিটি’র সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন।

বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন, যাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

সেই লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি। ইতিমধ্যে বেশ কয়েকটি দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শেষ হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর