পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যাচ্ছেন ইব্রাহিম রায়িসি

সময়: 12:06 pm - December 29, 2021 | | পঠিত হয়েছে: 6 বার

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাশিয়া সফরের প্রস্তুতি গ্রহণ করছেন। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের পক্ষ থেকে আমন্ত্রণ পাওয়ার পর তিনি এ প্রস্তুতি নিচ্ছেন।

২০১৭ সালের পর এ প্রথম দেশটির কোনো প্রেসিডেন্ট মস্কো সফর করতে যাচ্ছেন। মঙ্গলাবার সরকারি মুখপাত্র এ কথা জানান।

আলী বাহাদুরি জাহরমি বলেন, ‘ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত সংলাপ কাঠামোর আওতায় পুতিন আগামী বছরের শুরুর দিকে মস্কো সফরে রাইসিকে আমন্ত্রণ জানিয়েছেন।’

মধ্যপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানির কাছ থেকে আগস্টে দায়িত্ব গ্রহণের পর এটি হবে রাইসির অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি বিদেশ সফর। রুহানি ২০১৭ সালের মার্চে রাশিয়া সফর করেছিলেন।

এদিকে ক্রেমলিনের সরকারি ওয়েবসাইটে বলা হয়, এ মাসের গোড়ার দিকে গ্রীক প্রধানমন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেছিলেন, ‘আমি আশা করছি- ইরানের প্রেসিডেন্ট আমার আমন্ত্রণ গ্রহণ করবেন এবং আগামী বছরের শুরুর দিকে রাশিয়া সফর করবেন।’

মস্কো ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে। খবর এএফপি

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর