রাজেশ খান্নার বায়োপিক আসছে বড়পর্দায়!

আপডেট: December 29, 2021 |
print news

বলিউডের সুপার স্টার রাজেশ খান্নার জীবনী নিয়ে এবার তৈরি হচ্ছে চলচ্চিত্র। তার ৭৯ তম জন্মদিনে এই সুখবর দিলেন প্রযোজক নিখিল দ্বিবেদী ৷ জানা যায়, সিনেমাটির পরিচালনা করতে পারেন ফারাহ খান। এর চেয়ে বেশি কিছু এই সিনেমা নিয়ে এখনও প্রকাশ করা হয়নি।

গৌতম চিন্তামণির লেখা এই অভিনেতার জীবনী ‘ডার্ক স্টার: দ্য লোনলিনেস অব বিয়িং রাজেশ খন্না’ অবলম্বনে তৈরি হবে সিনেমাটি। তবে এই সিনেমা নির্মাণ করা হলে রাজেশ খান্নার পরিবারের সম্মতি নিয়েই করা হবে বলে জানিয়েছেন সম্ভাব্য পরিচালক ফারাহ।

হিন্দি ইন্ডাস্ট্রির প্রথম সুপারস্টারের তকমা দেয়া হয় রাজেশকে। পর্দার পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও বেশ রঙিন। এই সিনেমাতে রাজেশ খান্নার চরিত্রে কে থাকছেন তা অবশ্য এখনও ঠিক হয়নি। তবে তার চরিত্রে অভিনয় করার মতো চ্যালেঞ্জ কে নিতে চান সেটিই এবার দেখার বিষয়। সূত্র: আনন্দবাজার পত্রিকা

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর