যুক্তরাষ্ট্রে চাকরি ছাড়ার হিড়িক

আপডেট: January 5, 2022 |

যুক্তরাষ্ট্রে চাকরি ছাড়ার হিড়িক পড়েছে। গত বছরের নভেম্বর মাসে দেশটিতে চাকরি ছেড়েছেন ৪৫ লাখ মার্কিনি। বিপুলসংখ্যক এসব মানুষ স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন এবং এক মাসের বিচারে এই সংখ্যা দেশটিতে সর্বোচ্চ। খবর রয়টর্সের।

বার্তা সংস্থাটি বলছে, কেবল এক মাসের মধ্যে এত সংখ্যক মানুষ চাকরি ছেড়ে দেওয়াকে দেশটির শ্রমবাজারে আস্থার প্রদর্শন বলে মনে করা হচ্ছে এবং এতে করে দেশটির চাকরির বাজারে উচ্চ মজুরি আরও কিছু সময়ের জন্য বিরাজ করতে পারে।

যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের জব ওপেনিংস অ্যান্ড লেবার টার্নওভার সার্ভের (জেওএলটিএস) মাসিক তথ্য অনুযায়ী, আগের মাসগুলোর তুলনায় গত নভেম্বর মাসে দেশটিতে চাকরি ছাড়ার ঘটনা ৩ লাখ ৮২ হাজারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) এই প্রতিবেদনটি প্রকাশিত হয়।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সেবা খাত এবং সোশ্যাল অ্যাসিস্ট্যান্স খাতগুলো থেকে চাকরি ছেড়ে দেওয়ার ঘটনা অনেক বেশি বেড়েছে। একই সঙ্গে পরিবহন খাত, ওয়্যারহাউসিং ও ইউটিলিটি সেক্টরগুলো থেকেও বেড়েছে চাকরি ছাড়ার ঘটনা।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের চারটি অঞ্চলের সবগুলো থেকেই চাকরি ছেড়ে দেওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর