বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন স্পিকার

আপডেট: January 5, 2022 |
print news

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বেশ দাপুটের সঙ্গে খেলে ৮ উইকেটের বিশাল ব্যবধানে টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন ১৭ ম্যাচ অপরাজিত নিউজিল্যান্ডকে তাদের দেশের মাটিতে পরাজিত করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটে এটি টাইগারদের প্রথম জয়। এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ।

আজ এক বার্তায় স্পিকার বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ বিসিবির কর্মকর্তাদের অভিনন্দন জানান।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর