ইতালি থেকে অমৃতসরে আসা বিমানের ১২৫ যাত্রীরই করোনা

আপডেট: January 7, 2022 |

ইতালি থেকে ভারতের অমৃতসরে আসা একটি বিমানের ১২৫ জন যাত্রীর করোনা পজিটিভ। মিলান থেকে উড়েছিল চার্টার্ড বিমানটি। কিন্তু অমৃতসরে পৌঁছনোর পর টেস্ট করতেই চক্ষু চড়কগাছ কর্মকর্তাদের।

পিটিআই সূত্রে খবর, পাঞ্জাব সরকারের কর্মকর্তারা খবরটি নিশ্চিত করেছেন। বিমানটিতে ১৭৯ জন যাত্রী ছিলেন।

বুধবার দুপুর দেড়টা নাগাদ বিমানটি অবতরণ করে অমৃতসরে। যেহেতু ইতালি ওমিক্রনের ঝুঁকিপূর্ণ দেশ, তাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী প্রত্যেকের কোভিড টেস্ট করা হয় বিমানবন্দরে।

টেস্টের পর দেখা যায়, ১২৫ জন কোভিড পজিটিভ। ১৭৯ জনের মধ্যে ১৯ জন শিশু ছিল। তাই ১৬০ জন যাত্রীর কোভিড টেস্ট করা হয়। আরটি-পিসিআর টেস্টে ১২৫ জন পজিটিভ বের হন। জানা গিয়েছে, পর্তুগিজ সংস্থা ইউরো-আতলান্তিক এয়ারওয়েজ মিলান থেকে অমৃতসর চার্টার্ড বিমান পরিষেবা চালাচ্ছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর