আপিল বিভাগে ৪ বিচারপতি নিয়োগ

আপডেট: January 9, 2022 |
print news

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছে সরকার।

আজ রবিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব (দায়িত্বপ্রাপ্ত) মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

দেশের সর্বোচ্চ আদালতে নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। আজ সকাল সাড়ে ১০টায় তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি।

এ নিয়ে বর্তমানে আপিল বিভাগে বিচারকের সংখ্যা হলো ৮ জন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে আরও দায়িত্ব পালন করছেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর