আর ‘লকডাউন’ চান না ব্যবসায়ীরা

সময়: 7:58 pm - January 12, 2022 | | পঠিত হয়েছে: 3 বার

সংক্রমণ বাড়লেও দেশে আর লকডাউন চান না ব্যবসায়ীরা। বলেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি জসিম উদ্দিন। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তিনি বলেন, সংক্রমণ কমানোর জন্য লকডাউন কোনো সমাধান নয়। প্রয়োজন সহজে টিকা পাওয়ার ব্যবস্থা এবং মাস্কের ব্যবহার নিশ্চিত করা। লকডাউন না দিয়ে গণসচেতনতা তৈরি করতে হবে।

লকডাউন কোনো সমাধান নয়। যে দেশ যতবেশি লকডাউন দিয়েছে, সেই দেশের অর্থনীতি তত বেশি ক্ষতি হয়েছে। অনেক দেশে ১০ শতাংশও নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রবৃদ্ধি কিন্তু ভালো ছিল।

এফবিসিসিআই প্রধান বলেন, করোনা মহামারিতে ১৩ থেকে ১৪ দিন গার্মেন্টস বন্ধ ছিল। এতে রফতানি আয় কমে যায়। ১০ শতাংশ শ্রমিক আর ফিরে আসেনি।

করোনার কারণে গত দুই বছরে সব রকমের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত দুই বছরে করোনার ক্ষতি পুষিয়ে দেশের অর্থনীতি উন্নতি করছে, এখন লকডাউনের ঘোষনা এলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়বে দেশের ব্যবসা খাত।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর