অন্যতম প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষু থিচ নহট হান আর নেই

আপডেট: January 22, 2022 |
print news

না ফেরার দেশে পাড়ি জমালেন বৌদ্ধ ধর্মের অন্যতম প্রভাবশালী ভিক্ষু থিচ নহট হান। তার বয়স হয়েছিলো ৯৫ বছর। তিনি কবি ও শান্তি কর্মীও ছিলেন। এ বৌদ্ধ ভিক্ষুর জেন শিক্ষা প্রতিষ্ঠান এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আলজাজিরার।

প্রভাবশালী এ বৌদ্ধ ভিক্ষু ৪০ বছরের মতো নির্বাসিত ছিলেন। ধীরে ধীরে তিনি তার কার্যক্রমের মাধ্যমে বৌদ্ধ ধর্মের অন্যতম প্রভাবশালী ব্যক্তিদের একজন হয়ে ওঠেন।

দ্য প্লাম ভিলেজ কমিউনিটি অব এনগেজড বুদ্ধিজম জানায়, ভিয়েতনামের হুয়ে শহরে তু হিউ প্যাগোডায় ধ্যানের গুরু ‘শান্তিপূর্ণভাবে মারা গেছেন’। জায়গাটি ভিয়েতনামের বৌদ্ধদের প্রাণকেন্দ্র ও সেখান থেকে ধ্যানের গুরুর আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছিলো।

ভিয়েতনাম যুদ্ধ বন্ধ করার আহ্বান জানানোর পর থিচ ৪০ বছর নির্বাসনে ছিলেন। ধীরে ধীরে তিনি দালাই লামার পর বৌদ্ধ ধর্মের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে উঠে আসেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর