মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৩২

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার সকাল ৬টা থেকে রোববার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ২৮৩০ পিস ইয়াবা, ১৯৮ গ্রাম হেরোইন ও আট কেজি ৫৪০ গ্রাম (৫১ পুরিয়া) গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এ কর্মকর্তা।

এর আগে, রাজধানীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অপরাধে ৪৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছিলেন ডিএমপির এ কর্মকতা।

তিনি বলেন, আটকদের কাছ থেকে ৩ হাজার ৯৮৯ পিস ইয়াবা, ১৭০ গ্রাম হেরোইন, ২১ কেজি ২৭০ গ্রাম গাঁজা, ১০টি নেশাজাতীয় ইনজেকশন, ৩ লিটার দেশি মদ ও ৭৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তিনি আরো বলেন, আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯ টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৈশাখী নিউজ/ জেপা