ঢাকায় এসেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী

আপডেট: February 2, 2022 |
print news

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে অংশ নিতে ঢাকায় এসেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী।

বিপিএলের দুই আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন এই তারকা ক্রিকেটার। তাকে প্লেয়ার্স ড্রাফটের আগেই দলে নেয় কুমিল্লা।

জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় বিপিএলে যোগ দিতে বিলম্ব হয়েছে এই ইংলিশ তারকার।

বুধবার কুমিল্লা টিম ম্যানেজমেন্ট মঈনের ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। বিপিএলে দ্বিতীয়বারের মতো অংশ নিতে এসেছেন তিনি। এর আগে ২০১৩ সালে দুরন্ত রাজশাহীর হয়ে খেলেছেন।

পঞ্চম বিদেশি ক্রিকেটার হিসেবে কুমিল্লাতে যোগ দিয়েছেন মঈন আলী। দলটিতে আগে থেকেই আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি, একই দেশের ক্যামেরন ডেলপোর্ট, আফগানিস্তানের করিম জানাত ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর