হুথি হামলা: আমিরাতে যুদ্ধ জাহাজ ও বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট: February 2, 2022 |
print news

সংযুক্ত আরব আমিরাতকে শত্রুর হাত থেকে রক্ষায় সহায়তা করতে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী একটি ডেস্ট্রোয়ার ও যুদ্ধ বিমান মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

দেশটি ইয়েমেন বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার পর ওয়াশিংটন এমন সিদ্ধান্ত গ্রহণ করে। যুক্তরাষ্ট্রের দেয়া এক বিবৃতিতে একথা বলা হয়। খবর এএফপি’র।

ইউএই’তে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ও আবুধাবির যুবরাজ মোহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ানের মধ্যে ফোনালাপের পর ইয়েমেন বিদ্রোহীদের ‘চলমান হুমকি মোকাবেলায় ইউএই’কে সহযোগিতা’ করতে এ যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করা হচ্ছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অন্যতম অংশীদার আমিরাত। গত তিন সপ্তাহে তিনবার উপসাগরীয় দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি যোদ্ধারা।

গত ১৭ জানুয়ারি আবুধাবির একটি তেল স্থাপনা লক্ষ্য করে চালানো ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় তিন বিদেশি কর্মী নিহত হন। জবাবে ইয়েমেনে প্রাণঘাতী হামলা শুরু করে সৌদি জোট।

এরপর গত ২৪ জানুয়ারি আবুধাবি লক্ষ্য করে আরও দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথি বিদ্রোহীরা। তবে সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়।

আর গত সোমবার (৩১ জানুয়ারি) ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের মধ্যেই আমিরাতে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি।

সৌদি সামরিক জোটের অন্যতম সমর্থক যুক্তরাষ্ট্র বিবৃতিতে বলেছে, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে, দীর্ঘদিনের কৌশলগত অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র আমিরাতের পাশে রয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর