কোম্পানীগঞ্জে পূজা চলাকালীন মন্দিরে ঢিল নিক্ষেপ, গ্রেপ্তার ১
আপডেট: April 13, 2022
|

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পূজার জগন্নাথ মন্দিরে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে।
মন্দিরে ঢিল নিক্ষেপের অভিযোগে ইউসুফ নবী (৪৫) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আটক ইউসুফ জেলার সুর্বণচর উপজেলার পশ্চিম চর জব্বার গ্রামের কাঞ্চন বাজার এলাকার আলী আজমের ছেলে।
এ ঘটনায় বুধবার সকালে মন্দিরের তত্ত্বাবধায়ক নির্মল চন্দ্র দে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন বলে জানিয়েছেন ওসি সাজ্জাদ হোসেন রোমন।
মামলায় বলা হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বসুরহাট বাজারের জগন্নাথ মন্দির কমপ্লেক্সে হরিসেবা পূজা চলছিল। পূজায় শতশত ভক্ত উপস্থতি ছিলেন। সে সময় পাশের একটি বহুতল ভবন থেকে এক ব্যক্তি মন্দিরে ঢিল ছোড়েন।
পরে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে। মন্দিরের নির্মাণকাজ চলায় ভবনের ওপরে তেরপল থাকায় ঢিলে কেউ আহত হয়নি।