ইসরাইলি জঙ্গিবিমান মোকাবেলা করলেন ফিলিস্তিনি যোদ্ধারা

সময়: 9:00 am - April 21, 2022 | | পঠিত হয়েছে: 3 বার

ফিলিস্তিনি যোদ্ধারা প্রথমবারের মতো ইসরাইলি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন।

ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে ইসরাইলি জঙ্গিবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট। খবর আল-আরাাবিয়ার।

এর ফলে জঙ্গিবিমানগুলো ফিরে যেতে বাধ্য হয়। লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি জঙ্গিবিমান লক্ষ্য করে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছেন। এই প্রথম এ ধরণের অস্ত্র ব্যবহার করলো ফিলিস্তিনিরা।

খান ইউনিস এলাকার কয়েকটি স্থানে একাধিক জঙ্গিবিমানের সাহায্যে হামলা চালায় দখলদার ইসরাইল।

ইসরাইলেন দাবি, গাজা উপত্যকার পার্শ্ববর্তী ইহুদি উপশহরগুলোতে রকেট হামলার জবাবে বোমাবর্ষণ করা হয়েছে।

সম্প্রতি জেরুজালেমে পকিত্র আল-আকসা মসজিদসহ এর আশেপাশের এলাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলা বেড়েছে।

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো হামলা বন্ধের দাবি জানিয়ে আসছে। একইসঙ্গে তারা পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর