গলায় খাবার আটকে শিশুর মৃত্যু

আপডেট: April 25, 2022 |
print news

বরিশালের মেহেন্দিগঞ্জ খাওয়া‌নোর সময় শ্বাসনালী‌তে খাবার আট‌কে আব্দুল্লাহ না‌মে দুইবছর এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) বিকেলে মেহেন্দিগঞ্জ পৌরসভার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু আব্দুল্লাহ ওই এলাকার সুজন জমদ্দারের ছে‌লে।

প্র‌তি‌বে‌শীরা জানান, সুজি খাওয়ানোর সময় শিশু‌টির গলায় আটকে যায়। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন। ত‌বে কোনো ধর‌নের অভি‌যোগ না থাকায় স্বজনরা মর‌দেহ নিয়ে দাফনকার্য সম্পন্ন ক‌রেছেন।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. শাকিলা ইসরাত জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়। প্রাথ‌মিকভা‌বে যেটুকু বোঝা গে‌ছে শ্বাস বন্ধ হ‌য়ে তার মৃত্যু হ‌য়ে‌ছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর