মারিওপোলের উদ্ধারকৃতরা শেষ পর্যন্ত নিরাপদ স্থানে

দীর্ঘ উদ্বেগের অবসান ঘটিয়ে মারিওপোল থেকে বের হওয়া অবরুদ্ধ শতাধিক শহরবাসী নিরাপদে ইউক্রেন-নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া শহরে পৌঁছেছে। রবিবার রওনা হওয়ার পর তাদের বহনকারী সাদা বাসের একটি বহর দীর্ঘসময় পর ২০০ কিলোমিটারের কিছু বেশি দূরত্বের গন্তব্যে পৌঁছায়। পথের সম্ভাব্য বিপদসহ নানা কারণে তাদের যাত্রা এত দীর্ঘায়িত হয়।

জাপোরিঝিয়াতে থাকা বিবিসির সংবাদদাতা বলেছেন, মারিউপোল থেকে ১৫৬ জন উদ্বাস্তু এসে পৌঁছেছেন।

তাদের মধ্যে প্রায় একশ জন নারী ও শিশুসহ এসেছে আজভস্তাল ইস্পাত কারখানা থেকে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৬০ দিনের বেশি সময় তারা ওই কারখানার ভূগর্ভস্থ কক্ষ ও সুড়ঙ্গে আশ্রয় নিয়ে ছিল।

কিছু শরণার্থীকে পৌঁছানোর পর কাঁদতে দেখা যায়। একজন বয়স্ক ব্যক্তিকে একটি বাস থেকে রেড ক্রস কর্মীরা হুইলচেয়ারে করে নামায়। তারা জাতিসংঘের মানবিক সহায়তা কর্মীদের পাশাপাশি বেসামরিক লোকদের উদ্ধারে সহায়তা করছে।

জাতিসংঘ ইস্পাত কারখানা থেকে এক শ জনকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি বলেছে, বেশিরভাগ লোককে সরিয়ে নেওয়া হয়েছে জাপোরিঝিয়াতে। সেখানে তাদের চিকিৎসাসহ মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

সূত্র : বিবিসি

বৈশাখী নিউজ/ বিসি