বিমানবন্দরে ১২ স্বর্ণের বারসহ যাত্রী আটক

আপডেট: July 22, 2022 |
Boishakhinews24.net 328
print news

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীকে ১ কেজি ৩৯৮ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ আটক করা হয়েছে। তার গ্রামের বাড়ি ফটিকছড়ি।

শুক্রবার (২২ জুলাই) সকাল সোয়া ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে মুহাম্মদ মিজান উদ্দিন নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন।

তিনি ওয়াশরুমে ঢুকলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় তার কাছে থাকা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক করা হয় তাকে। এসব স্বর্ণের দাম প্রায় ৯০ লাখ টাকা।

এক কর্মকর্তা জানান, আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর