নিষেধাজ্ঞা শেষে সাগরে জেলেরা

সময়: 11:16 am - July 24, 2022 | | পঠিত হয়েছে: 3 বার

মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরাতে নেমেছে শত শত ট্রলার।

শনিবার রাত ১২টার পর থেকেই সাগরে মাছ ধরা শুরু করেছেন জেলেরা।

তবে এর আগেই রুপালি ইলিশের সন্ধানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সমুদ্রে নেমেছে শত শত ট্রলার। এ সময় দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটার ঘাটে সহস্রাধিক মাছ ধরার ট্রলার থাকার কথা থাকলেও হাতেগোনা কয়েকটি ট্রলার ঘাটে নোঙর করা ছিলো।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ৬৫ দিন সাগরে মাছ ধরা থেকে আমরা বিরত ছিলাম। সামনের দিনগুলোতে আশা করি ভালো মাছ পাওয়া যাবে।

বরগুনায় নিবন্ধিত জেলে পরিবারের সংখ্যা বরগুনা সদর উপজেলায় ৭৭৭৮, আমতলী

৬৭৮৯, পাথরঘাটা ১১৪১১, বেতাগী ৩০৫০, বামনা ১১৫৬, তালতলী ৭১২৫ জন। মোট

৩৭৩০৯ জন জেলে রয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর