শ্রীপুরে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩

আপডেট: July 24, 2022 |
Boishakhinews24.net 360
print news

গাজীপুরের শ্রীপুরে ট্রেন-বাস সংঘর্ষে ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলসড়কের শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল করিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শ্রমিক বহনকারী একটি বাস মাইজপাড়া এলাকায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার জাজিরাগামী ‘বলাকা কমিউটার এক্সপ্রেস’ ট্রেনটি ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এ সময় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর