সোমালিয়ায় হোটেলে হামলায় নিহত ৮

আপডেট: August 20, 2022 |

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর কেন্দ্রস্থলের কাছে একটি আবাসিক হোটেলের হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

জঙ্গি গোষ্ঠী আল শাবাব জানিয়েছে, তারা সোমালিয়ার রাজধানী মোগাদিশুর কেন্দ্রস্থলের কাছে একটি আবাসিক হোটেলের নিয়ন্ত্রণ নিয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা হোটেলের সামনে দুটি বিস্ফোরণ ঘটানোর পর ভবনটিতে প্রবেশ গুলি করা শুরু করে।

এক বিবৃতিতে জঙ্গি গোষ্ঠীটি হোটেল কমপ্লেক্সটির দখল নিয়েছে বলে দাবি করেছে এবং তারা ‘প্রত্যেককে গুলি করছে’বলে জানিয়েছে। মোগাদিশুর হায়াত হোটেলটি কেন্দ্রীয় সরকারের কর্মীদের একটি পছন্দের বৈঠক স্থল বলে জানা গেছে।

মোগাদিশুর আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আব্দিকাদির আব্দিরহমানের বরাতে আরও বলা হয়, নয় জন আহত হয়েছে এবং তাদের হোটেলটি থেকে সরিয়ে নেয়া হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, হায়াত হোটেলকে লক্ষ্য করে দুটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এর একটি হোটেলের সামনে একটি বেড়ায় আঘাত করে, অপরটি হোটেলের গেইটে আঘাত হানে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর