পরমাণু কেন্দ্রে গোলাবর্ষণ ডেকে আনবে ভয়াবহ দুর্যোগ: পুতিন

আপডেট: August 20, 2022 |

ইউক্রেন পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ’র সাথে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কথোপকথনে পুতিন সতর্ক করেন, জাপোরিঝিয়ার পরমাণু কেন্দ্রে গোলাবর্ষণ ভয়াবহ দুর্যোগ ডেকে আনতে পারে।

পরমাণু কেন্দ্রটি পরিদর্শনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধি দল পাঠানোর ব্যাপারে একমত হয়েছেন ফরাসি ও রুশ প্রেসিডেন্ট।

চলতি মাসের শেষে নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ ৩ দিন পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রুশ প্রতিষ্ঠান গ্যাজপ্রম। এর প্রভাবে ইউরোপে জ্বালানি গ্যাসের দাম বেড়ে নতুন রেকর্ড গড়েছে।

ওদিকে, ইউক্রেন থেকে শস্য নিয়ে কৃষ্ণসাগর পারি দিতে আরও ১০টি জাহাজ প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর