বিজিবি’র অভিযানে পুটখালী সীমান্ত থেকে স্বর্ণ বার উদ্ধার, আটক ২

সময়: 5:03 pm - September 7, 2022 | | পঠিত হয়েছে: 2 বার

যশোরের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়ার সময় ১০টি স্বর্ণের বারসহ ২জনকে আটক করেছে বিজিবি।

আজ বুধবার(০৭ সেপ্টেম্বর) বিজিবি’র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়।

জানা গেছে, খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নির্দেশনায় বিজিবি’র একটি টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০২ আর পিলার হতে প্রায় ৪.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানাধীন ইছাপুর খালপাড় জামে মসজিদের পার্শ্বে কাঁচা রাস্তার উপর তল্লাশি অভিযান পরিচালনা করে।

উক্ত তল্লাশি অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ১.১৬৬ কেজি (১০০ ভরি) ওজনের মোট ১০ পিস স্বর্ণের বার ও ০১টি মোটরসাইকেলসহ স্বর্ণ পাচারকারী চক্রের সদস্য মোঃ হাবিবুর রহমান (২৯) ও মোঃ আক্তারুল ইসলাম (২৫) কে আটক করা হয়।

উক্ত স্বর্ণের বারগুলো আসামীদের পরিহিত জিন্স প্যান্টের সামনের পকেটের ভিতর কস্টেপ দ্বারা পেচানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত ছিল। তারা উক্ত স্বর্ণের বারগুলো যশোর জেলার বাগআঁচরা বাজার থেকে জনৈক ব্যক্তির নিকট হতে সংগ্রহ করেছে কিন্তু কার নিকট হতে সংগ্রহ করে পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য-৮৬,২০,০০০/- টাকা।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর