ইবি শিক্ষার্থীকে ট্রাকের ধাক্কা, রাতভর বিক্ষোভ

আপডেট: October 15, 2022 |

মোস্তাক মোর্শেদ ইমন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মূলফটকের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ট্রাকের ধাক্কায় আহত ইবি শিক্ষার্থী। এতে আহত হয় বাংলা বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওহীদ তালুকদার।

দূর্ঘটনার পরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টায়ার জালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় তারা নিরাপদ সড়ক, ফুটওভার ব্রীজ, স্পীডব্রেকার নির্মাণের দাবিতে স্লোগান দিতে থাকে।

পরে রাত ৯ টার দিকে শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালাম শিক্ষার্থীদের সাথে দেখা করতে রাজি হলে তারা আন্দোলন অব্যাহত রেখে রাস্তা অবরোধ ছেড়ে দেয়। পরবর্তীতে উপাচার্যের আশ্বাসে এবং কালকের মধ্যে দাবিগুলোর দৃশ্যমান করার শর্তে রাত সাড়ে ১১ টায় আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

জানা যায়, শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূলফটক সংলগ্ন মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া গতির ট্রাকের সাথে ধাক্কা লাগে ইবি শিক্ষার্থী। তাৎক্ষণিক ভাবে তাকে ইবি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কটিতে দীর্ঘদিন যাবৎ একপাশে অর্ধেক স্পিডব্রেকার দিয়ে যানবহন চলাচল করছিল অন্যপাশে কোনো স্পিডব্রেকার ছিলোনা। এ নিয়ে শিক্ষার্থীরা বারবার অভিযোগ জানালেও কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, মহাসড়কের স্পিড ব্রেকার নির্মাণ আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আইনগতভাবে সরকারি স্থাপনায় কোন অবকাঠামো নির্মাণের অনুমতি নেই। আমরা সড়ক বিভাগকে এর আগে কয়েকবার অনুরোধ করার পরেও এ বিষয়ে কোনো অগ্রগতি হয় নাই। এ ঘটনার পর আমরা আবার অনুরোধ জানাবো।

আহত শিক্ষার্থী তাওহিদ বলেন, আল্লাহর রহমতে এখন সুস্থ আছি। মেডিক্যাল থেকে রিলিজ দিয়েছে। হাতে আঘাত লাগায় হাতে ব্যাথা আছে। প্রশাসনের শিক্ষার্থীদের প্রতি আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।এর চেয়ে আরও বড় দূর্ঘটনা ঘটতে পারতো। প্রশাসনের নিকট শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেইন গেটের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে ইবি থানার ওসি জানান, আমরা ট্রাকটি আটক করে নিজেদের হেফাজতে রেখেছি। ট্রাক চালক পলাতক আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো মামলা করা হয়নি। তারা মামলা করলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।

Share Now

এই বিভাগের আরও খবর