শহীদ ফারুক সড়কে জাসদের মশাল মিছিল

আপডেট: October 14, 2022 |

শহীদ ফারুক সড়কে জাসদ ঢাকা মহানগর পুর্বের উদ্যোগে কর্মী সভা শেষে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৪ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় এ মিছিলে সভাপতি্ত্ব করেন জাসদ সহ-সভাপতি ও মহানগর পূর্বের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার।

বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন ওবায়দুর রহমান চুন্নু, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদ ঢাকা মহানগর পুর্বে সহ-সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, জাতীয় যুব জোটের সহ-সভাপতি আমিনুল আজিম বনি, যুব জোটের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নুর, বাংলাদেশ ছাত্রলীগ(ন-মা) সভাপতি রাশিদুল হক ননী।

আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ(ন-মা) সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ছোবায়ের হোসেন সাদি, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, জাসদ মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক শোষনমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম ৫০বছর ধরে নিরলস ভাবে চালিয়ে যাচ্ছে। আগামী ৩১ অক্টোবর ২০২২ জাসদ প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী পালন করবে। জাসদ যখন সুবর্ণজয়ন্তী পালনের জন্য প্রস্তুত হচ্ছে তখন আমরা বাংলাদেশের রাজনীতিতে পুরনো শকুনদের উৎপাত দেখতে পাচ্ছি। একাত্তরের পরাজিত শক্তি যুদ্ধাপরাধীদের দল জামাত, বিএনপি ও তার রাজনৈতিক মিত্ররা বাংলাদেশকে সাংবিধানিক ধারাবাহিকতার বাইরে নিয়ে যেতে চায়। বিএনপি-জামাত চক্র নির্বাচিত সরকার উচ্ছেদ করে দেশে অস্বাভাবিক ভুতের সরকার প্রতিষ্ঠার চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বাংলাদেশের উন্নয়ন ও প্রগতির ধারা বদলে দিয়ে পিছনে ঠেলে দিতে চায়। জাসদ জনগণ ও ১৪দলকে সাথে নিয়ে অপশক্তিদের সকল চক্রান্ত রুখে দিতে বদ্ধপরিকর।

Share Now

এই বিভাগের আরও খবর