ডিসেম্বর থেকে থাকবে না লোডশেডিং: পিডিবির চেয়ারম্যান

আপডেট: October 28, 2022 |
Boishakhinews24 119
print news

আগামী ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে তড়িৎ কৌশল বিভাগের বার্ষিক পেপার মিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মাহবুবুর রহমান বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য এসেছে। তবে এ সেক্টরে সফলতার গল্প তৈরি করা অতটা সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে এ জায়গায় এসেছি।

তিনি বলেন, ইদানিং কিছুটা বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। মূলত ফুয়েল আমদানিতে সমস্যার কারণে এমনটা হচ্ছে। কিন্তু চলতি বছরের শেষ নাগাদ তা থাকবে না।

পর্যায়ক্রমে কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করা হবে জানিয়ে পিডিবির চেয়ারম্যান বলেন, বিশ্বের অন্যান্য দেশ যেভাবে কাজ করছে, আমাদের দেশেও সেভাবেই হচ্ছে। কোনো দিকে আমরা পিছিয়ে নেই।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর