টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট: October 30, 2022 |

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। আগের ম্যাচের লজ্জাজনক হারের দুঃস্মৃতি ভুলে নতুনভাবে আত্মবিশ্বাসী হয়ে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স।

পেসারদের স্বর্গরাজ্য ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ সময় সকাল ৯টায় মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের ঘুরে দাঁড়ানোর ম্যাচে টসে জিতে জিম্বাবুয়েকে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

নেদারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে দুর্দান্তভাবেই বিশ্বকাপ শুরু করেছিলো বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচেই দেখতে হয়েছে মুদ্রার উল্টোপিঠও। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় হারের লজ্জায় ডুবেছে সাকিব আল হাসানের দল।সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় পেতে মরিয়া বাংলাদেশ।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বেশ ফুরফুরে মেজাজেই আছে জিম্বাবুয়ে। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টি বাঁধায় এক পয়েন্ট তুলে নিয়েছে। আর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে দুর্দান্তভাবে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে ক্রেইগ আরভিনের দল।

নিজেদের ঘুরে দাঁড়ানোর ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের পরিবর্তে আজ আবারও একাদশে ফিরছেন ইয়াসির আলী রাব্বি। জিম্বাবুয়েও মাঠে নামছে একাদশে একটি পরিবর্তন নিয়ে। লুক জঙ্গুইয়ের পরিবর্তে আজ মাঠে নামবে টেন্ডাই চাতারা।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ : ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভিরে, মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেজিস চাকাভা (উইকেটরক্ষক), রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।

Share Now

এই বিভাগের আরও খবর