ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

আপডেট: November 5, 2022 |
6
print news

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ঝুমপা লাহেরীর লেখনীতে বহু সংস্কৃতির সংকট ও পরিচয়হীনতা’ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে ইংরেজি বিভাগের সেমিনার কক্ষে বিভাগটি এ পিএইচডি অনুষ্ঠানের আয়োজন করেন। এতে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো: মিজানূর রহমানের তত্ত্বাবধানে গবেষণাপত্র উপস্থাপন করেন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: মোস্তাফিজুর রহমান।

আয়োজিত সেমিনারে ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মোঃ রাসিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: হারুন উর-রশিদ-আসকারী।

বিভাগের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ। এছাড়াও বিভাগটির অন্যান্য শিক্ষকগণ গবেষণা পত্র অনুষ্ঠানে আলোচনা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর