জবিতে স্নাতক ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ

সময়: 1:56 pm - November 5, 2022 | | পঠিত হয়েছে: 3 বার

মোঃ আরিফ হোসাইন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। শুক্রবার (৪নভেম্বর )বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করা হয়।

প্রথম মেধা তালিকায় বিজ্ঞান বিভাগ হতে ১১৫৫ জন, মানবিক বিভাগ হতে ৮৫০ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ৬১০ জনের নাম প্রকাশ করা হয়েছে। মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদেরকে আগামী ৭ই নভেম্বর (২০২২) হতে ১১ই নভেম্বর (২০২২) এর মধ্যে ভর্তি হতে বলা হয়েছে। এজন্য শিক্ষার্থীদেরকে ৭-১২ নভেম্বরের মধ্যে সশরীরে বিশ্ববিদ্যালয় উপস্থিত হয়ে মূল কাগজপত্র জমা দিতে হবে।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে আসন রয়েছে এক হাজার ১৫৫টি। এর বিপরীতে আবেদন করেছে ২৪ হাজার ৮৪৯জন। বি’ ইউনিটে ৮৫০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯ হাজার ৯৮৯ জন। আর ‘সি’ ইউনিটের আসন সংখ্যা ৬১০টি। এর বিপরীতে আবেদন করেছেন ছয় হাজার ২৪০ জন। এর বাইরে ছাড়া ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ৭৮০ জন, চারুকলা বিভাগে ৮৯৭, নাট্যকলা বিভাগে ৩২৭ ও সংগীতে ৩৪৫ জন আবদেন করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর