স্টেট ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তন বুধবার

বুধবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) স্থায়ী ক্যাম্পাস রাজধানীর পূর্বাচলের  ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের এক হাজার ৮২৩ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতির মনোনয়নে এবারের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবারের সমাবর্তন বক্তা বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম।

এছাড়া সমাবর্তনে আরও বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. এ এম শামীম। স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ারুল কবির।

২০০২ সালে প্রতিষ্ঠিত স্টেট ইউনিভার্সিটি তিনটি স্কুলের অধীনে ১০টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ডিগ্রি দিয়ে আসছে।

এছাড়া সমাবর্তনের সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব মাতাতে মঞ্চে গাইবেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও জনপ্রিয় সংগীত দল ওয়ারফেইজ।