কুবিতে সরস্বতী পূজা উদযাপন

আপডেট: January 26, 2023 |
inbound645735429137162573
print news

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উদযাপিত হয়েছে শ্রী শ্রী স্বরসতী পূজা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি ) সকালে বাণী অর্চনার মধ্যে দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা।

পরে প্রতিমা স্থাপন, বাণী বন্দনা, পুষ্পাঞ্জলি, পূজা অর্চনা, প্রসাদ বিতরণ করে সনাতন ধর্মাবলম্বীদের এ ধর্মীয় উৎসব পালন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আশেপাশের অসংখ্য সনাতন ধর্মাবলম্বীরা এই পূজায় অংশ নেন।

পূজা উদযাপন কমিটির আহ্বায়ক সুব্রত সরকার বলেন, ‘আমরা প্রতিবারের ন্যায় এবারও স্বরসতী পূজার আয়োজন করেছি। কিন্তু প্রতিবারই আমাদের আর্থিক সংকটের কারণে অল্প পরিসরে আয়োজন করতে হয়েছে।

এদিকে আশেপাশের সনাতন ধর্মী যারা এখানে আসে তারাও আশায় থাকেন বিশ্ববিদ্যালয়ের পূজাতে অংশগ্রহণ করবে। আশা রাখি পরবর্তীতে পূজা আয়োজনের বিষয়টিতে প্রশাসন সু’নজর থাকবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের ধর্মের উপাসনালয় নেই। যদিও মন্দিরের জন্য সাবেক এবং বর্তমান উপাচার্যের বরাবর আবেদন করেছি।

কিন্তু ফলস্বরুপ আশ্বাস ছাড়া কিছুই পাইনি। অন্তত আমাদের প্রার্থনা ও আসবাবপত্র রাখার ব্যবস্থা করো দেয়ার জন্য দাবি জানাচ্ছি।’

শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী যে শিক্ষার্থীবৃন্দ আছে তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পরপরই পূজা করে আসছে। করোনাকালীন পূজা বন্ধ ছিল।

এখন আমরা নানা আয়োজনের মধ্য দিয়ে পূজার উদ্যোগ নিয়েছি। আমাদের সনাতন ধর্মে যে পূজা, আচার এবং সংস্কৃতি বিদ্যমান আছে শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীরা বিদ্যাদেবীর আরাধোনার জন্য তারা এই পূজা করে থাকে। আশা করি, এই ধারা অব্যাহত থাকবে।’

 

Share Now

এই বিভাগের আরও খবর