সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আপডেট: January 26, 2023 |
inbound9068433829382447294
print news

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল ইসলাম (৫২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে সদর উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নুরুল ইসলাম পুলিশের চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিএসবি শাখার সাব ইন্সপেক্টর (এসআই) পদে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ আনোয়ার রফিক বলেন, দুপুর সাড়ে ১টার দিকে ইসলামপুর এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে এসআই নুরুল ইসলাম নিহত হন।

তাকে দুপুর দেড়টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে আছে।

চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিস্তারিত পরে জানাচ্ছি।

Share Now

এই বিভাগের আরও খবর