বগুড়ার শিবগঞ্জে জামায়াতের ৯ সদস্য গ্রেফতার

আপডেট: February 4, 2023 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ সদস্যকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

০৩ ফেব্রুয়ারি(শুক্রবার) বিকালে গোপন তথ্যের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নাগর ইউনিয়নের করতকোলা গ্রামস্হ সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল খালেকের বাড়িতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে গোপন বৈঠক কালে জামায়াতে ৯ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন শব্দলদীঘি গ্রামের মোঃ আব্দুল খালেক এর ছেলে মোঃ আব্দুল হালিম(৪৮), পিরব ইউনিয়নের দাইমুল্ল্যাহ গ্রামের মাহাতাব আলীর ছেলে মোঃ মোশাররফ হোসেন(৪৪), মাঝিহট্র ইউনিয়নের রামপুর ভালুঞ্জা এলাকার মৃত ছামেদ ইদ্দিনের ছেলে আছার উদ্দিন(৪৪) বগুড়া সদর উপজেলার গোদারপাড়া এলাকার মৃত ইয়াব আলীর ছেলে মোঃ মমতাজ উদ্দিন(৬৭), মাশিমপুর চালুঞ্জা এলাকার মৃত লোকমান আলীর ছেলে আলাল উদ্দিন(৫৩) শিবগঞ্জের গনেশপুর এলাকার মৃত আব্দুল লতিফ এর ছেলে মোঃ তোফাজ্জল হোসেনে(৫৯), জগনাথপুর এলাকার মৃত জিন্নাতুল্লাহ এর ছেলে মোঃ সুলতান মাহমুদ(৫৩), চক-দেউলী এলাকার মৃত ওছমান আলী মন্ডল এর ছেলে বেলাল উদ্দিন(৫৮), মহাস্থান পূর্বপাড়ার মৃত মজিবর রহমান এর ছেলে মোঃ শাহ আলম (৫৫)।

০৪ ফেব্রুয়ারি(শনিবার) সকাল ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর সদস্যরা রায়নাগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মরহুম আব্দুল খালেকের বাড়িতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বৈঠক করছিল।

এমন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ ওই বাড়িতে অভিযান পরিচালনা করে ৯ জনকে আটক করে। পুলিশের উপস্থিত টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়।

আটককৃত বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সদস্যদের হেফাজতে থাকা ০৫টি(পাঁচটি) অবিস্ফোরিত ককটেল সদৃশ বিস্ফোরকদ্রব্য, ০৫টি(পাঁচটি) দুই ফুট ০৬ ইঞ্চি লম্ব লোহার বড় উদ্ধার করা হয়।

তাছাড়াও তাদের হেফাজতে থাকা সদস্যদের ব্যক্তিগত রিপোট বহি-৫ টি,একটি ছোট ডাইরী,জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার ব্যায়ের ভাউচার, একটি রেজিষ্টার বহি জব্দ করা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, আটককৃত ওই ৯ জনের বিরুদ্ধে শুক্রবার রাতেই মামলা ১৯০৮ সালের বিস্ফোরক উপদানবলী আইনের (সংশোধনী/২০০২) এর ৪/৬ ধার তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(৩)/২৫(ডি) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর