গোপনে ইউক্রেন সফর করে গেলেন মার্কিন প্রেসিডেন্ট

আপডেট: February 20, 2023 |

পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গোপনে ইউক্রেন সফর করে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কয়েক ঘণ্টার এ সফরে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়াসহ ইউক্রেনের জন্য ৫০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি। খবর বিবিসির।

প্রথমেই কিয়েভের সেইন্ট মিশেল ক্যাথাড্রেলে যান বাইডেন ও জেলেনস্কি। কিছুক্ষণ পর সেখান থেকে একসঙ্গে বের হন জেলেনস্কি ও জো বাইডেন। ঠিক তখনই রাজধানীজুড়ে বোমা হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে রুশ হামলা হয়নি।

এরপর দেশটির প্রেসিডেন্টের ভবন পরিদর্শন করে গেস্টবুকে স্বাক্ষর করেছেন জো বাইডেন। এতে একটি প্রশংসা বার্তাও লিখেছেন তিনি। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন বাইডেন।

আনুষ্ঠানিক বক্তব্যের সময় ইউক্রেনের নাগরিকদের প্রশংসা করেছেন জো বাইডেন। তিনি বলেছেন, সামরিক অভিজ্ঞতা না থাকার পরও এ দেশের মানুষ যুদ্ধে নেমেছেন। রাশিয়ার উদ্দেশ্যে বাইডেন বলেন, যুদ্ধে বিজয় অর্জনে ব্যর্থ হয়েছে পুতিন।

এ সময় ইউক্রেনকে ৫০ কোটি মার্কিন ডলার মূল্যের সহায়তার প্যাকেজ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সফরের একপর্যায়ে ইউক্রেনের ফার্স্ট লেডির সঙ্গেও দেখা করেছেন বাইডেন। সফর শেষে পোল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার এক বছর হতে চলেছে। এ উপলক্ষ্যেই ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে সফর করছেন বাইডেন।

এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেন সফরের কথা আগেই রাশিয়াকে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

Share Now

এই বিভাগের আরও খবর