সিংগাইরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
আপডেট: April 6, 2023
|


সোহরাব হোসেন,সিংগাইর প্রতিনিধি :মানিকগঞ্জের সিংগাইরে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন ইমন নামে এক বখাটে কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ইমরান উপজেলার বায়রা ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের বাসিন্দা।
ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, গত ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫ টার দিকে বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরীকে ইমরান তার নির্মানাধীণ বিল্ডিংয়ের একটি রুমে নিয়ে ধর্ষণ করে।
ঘটনাটি জানাজানির পর স্থানীয়ভাবে আপোষ-মিমাংসার চেষ্টায় ব্যর্থ হয়। অবশেষে বুধবার (৫ এপ্রিল) ভিকটিমের মা রোজিনা বেগম থানায় একটি লিখিত অভিযোগ করেন।
ওসি আরো জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল রাতেই ইমরানকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।