পাবনার হিরা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


পাবনা প্রতিনিধি: পাবনা শহরের চাঞ্চল্যকর হিরা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমান ওরফে মিজানকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজান পাবনা পৌর সদরের পৈলানপুর মহল্লার করিম বক্সের ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকষ দল অভিযান চালিয়ে পাবনা সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের নিজ বাড়ি থেকে মিজানকে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত মিজান ২০০৮ সালের ২৮ মে ব্যক্তিগত শত্রুতার জেরে পাবনা শহরের রূপকথা রোডে সাদ্দাম হোটেলের পাশে হিরা (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে। ওই ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে।
এরপর দীর্ঘ ১৩ বছর ধরে মামলার সাক্ষ্য প্রমাণ ও শুনানি শেষে ২০২১ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানকে মৃত্যুদণ্ড এবং বিশ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত মিজানকে পাবনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা শনিবার (৮ এপ্রিল) সকালে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।