কানাডায় চীনা কূটনীতিক বহিষ্কার

আপডেট: May 9, 2023 |

আইনপ্রণেতাকে হুমকি দেওয়ার অভিযোগ এনে টরেন্টোয় নিযুক্ত এক চীনা কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা সরকার। চীনা কূটনীতিক ঝাও ওয়েই কানাডীয় আইনপ্রণেতা মাইকেল চং’কে হুমকি দেওয়ার পরই এমন ঘোষণা দিলো দেশটি।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সোমবার (৮ মে) এক বিবৃতিতে জানান, কানাডীয় আইনপ্রণেতা চীনে উইঘুরে সংখ্যাঘরিষ্ঠ মুসলিম সম্প্রদায় নিয়ে মন্তব্য ইস্যুতে চীনা কূটনীতিক ঝাও ওয়েইকে বহিষ্কার করা হয়েছে।

কানাডীয় গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, উইঘুর মুসলিম সংখ্যালঘুদের প্রতি চীনের আচরণের সমালোচনা করা কানাডার আইনপ্রণেতাকে টার্গেট করার চেষ্টা করেছেন চীনা কূটনীতিক। এর জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিজেদের কূটনীতিক বহিষ্কারে তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে অটোয়ার চীনা দূতাবাস। ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে দূতাবাসের এক মুখপাত্র বলেন, ‘চীন কঠোরভাবে পাল্টা ব্যবস্থা নেবে।’

তবে কানাডা পরররাষ্ট্রমন্ত্রী জোলি হুমকি দিয়ে বলেন, অভ্যন্তরীণ বিষয়ে কোনও ধরণের হস্তক্ষেপ বরদাস্ত করবে না কানাডা।

Share Now

এই বিভাগের আরও খবর