বছরের শুরুতেই অ্যামির সুখবর

আপডেট: January 2, 2019 |
print news

বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকসন। যদিও দক্ষিণী সিনেমাতেই তার সরব উপস্থিতি বেশি। তবে বলিউডেও দেখা গেছে অ্যামিকে। নতুন বছরের শুরুতে জীবনের বড় সুখবরটি জানালেন এই অভিনেত্রী।

দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ ব্যবসায়ী জর্জ পানিয়োটার সঙ্গে সম্প্রতি তার বাগদান সম্পন্ন হয়েছে। বছর শুরুতে অ্যামি নিজেই সুখবরটি জানিয়েছেন। এরইমধ্যে দর্শক ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তারা।

ইনস্টাগ্রামে বাগদানের খবরটি সবাইকে জানিয়ে অ্যামি লেখেন, জীবনের নতুন একটি অধ্যায় শুরু করলাম। আমাকে পৃথিবীর সুখী নারীদের একজন করার জন্য তাকে ধন্যবাদ।

মডেলিংয়ের মাধ্যমে রুপালি জগতে আসা এই নায়িকা সম্প্রতি অন্তর্বাস ফটোশুটে অংশ নিয়েছেন। সেই ছবিগুলো নিজেই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি তার পোস্ট করা খোলামেলা ছবি সোশ্যাল সাইটে ঝড়ও তুলেছে। তাছাড়া, বলিউডের বেশ কিছু ছবিতে তার অভিনয় দেখেছেন দর্শক।

Share Now

এই বিভাগের আরও খবর