৩১ লাখ ডলারের টুনা মাছ!
আপডেট: January 5, 2019
|
৩১ লাখ ডলারে বিক্রি হয়েছে ২৭৮ কেজি ওজনের একটি ব্লুফিন টুনা মাছ । টোকিওর বাজারে বিক্রি হওয়া মাছটি যা বাংলাদেশি মুদ্রায় দাম পড়েছে প্রায় ২৬ কোটি টাকা।
বছর শুরুর প্রথম নিলামে টুনা মাছটি কিনে হইচই ফেলে দিয়েছেন জাপানের এক ধনকুবের। শনিবার তোয়োসুর মাছ বাজার থেকে সুশি কোম্পানির মালিক কিয়োশি কিমুরা ওই বিপন্নপ্রজাতির মাছটি কেনেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২৭৮ কেজির এই টুনা কিনতে ৬০ হাজার ডলারের বেশি দাম পড়ত না। তোয়োসুতে প্রথম বর্ষশুরুর এবারই মাছের নিলাম অনুষ্ঠিত হল। আগেরগুলো হতো সুকিজিতে। ১৯৩৫ সালে চালু হওয়া বাজারটি পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয় ছিল