২২ রানেই ৭ উইকেট নেই সিলেটের

সময়: 8:52 pm - January 15, 2019 | | পঠিত হয়েছে: 5 বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৬তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২২ রানেই ৭ উইকেট হারিয়ে চাপে পড়েছে সিলেট সিক্সার্স।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে স্পিনার মেহেদী হাসানসহ বোলারদের তোপে পড়ে প্রথম সারির দ্রুতই ৭ উইকেট হারিয়ে বিপিএল-এ সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ার শঙ্কায় পরেছে ডেভিড ওয়ার্নারের দল।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের প্রথম ওভারে কোনো রান নিতে পারেননি ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই সেই ওভারেই তিন উইকেট তুলে নেন মেহেদী হাসান। কুমিল্লার এই অফ স্পিনার ওভারের দ্বিতীয় বলে বোল্ড করেন আন্দ্রে ফ্লেচারকে। এক বল পরে সিলেটের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ফেরান তিনি। এর পরের বলে আফিফ হোসেনকে এলবিডব্লিউ হ্যাট্টিকের সম্ভাবনা জাগান। নিকোলাস পুরান তা ঠেকিয়ে দিলেও বেশিক্ষণ  টেকেননি। পরের ওভারে বোলিংয়ে এসে মাত্র ৩ রান খরচ করে তাকে ফিরিয়ে দেন সাইফউদ্দিন।

দলের বিপর্যয় আরও বাড়িয়ে লিয়াম দাওসনের বলে দ্রুত ফিরে যান লিটন কুমার দাস ও সাব্বির রহমান। এরপর সোহেল তানফিরকে ফিরিয়ে নিজের নামের পাশে ৪ উইকেট লিখান মেহেদী হাসান। একই সঙ্গে মাত্র ২২ রানে ৭ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে সিলেট সিক্সার্স।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেট সিক্সার্সের সংগ্রহ ১১ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫ রান। অলক কাপালি (১২) ও তাসকিন আহমেদ (১) রানে ব্যাট করছেন।

Share Now

এই বিভাগের আরও খবর