আ.লীগের শান্তি শোভাযাত্রা ১৮ ও ১৯ জুলাই

আপডেট: July 15, 2023 |
inbound7086384237760527178
print news

বিএনপির কর্মসূচির মধ্যে আগামী ১৮ ও ১৯ জুলাই রাজধানীতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাশাপাশি আগস্ট মাস থেকে জেলা পর্যায়ে সমাবেশ করবে দলটি।

শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মসূচির কথা জানান।

তিনি বলেন, ১৮ জুলাই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ পর্যন্ত এবং ১৯ তারিখে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তেজগাঁওয়ে সাত রাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে। আর আগস্ট থেকেই জেলা পর্যায়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রোগ্রামের শিডিউল তৈরি হচ্ছে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর