আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বিশেষ বর্ধিত সভা ২০ জুলাই

আপডেট: July 15, 2023 |
inbound7299398578607434179
print news

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে রংপুর বিভাগীয় এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে আগামী ২০ জুলাই। ওই দিন বিকাল ৩টায় রংপুর শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে হবে এই সভা।

শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা, রংপুর বিভাগের সকল জেলা/মহানগর ও সাংগঠনিক উপজেলা/থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় জাতীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, পৌরসভার দলীয় মেয়র এবং সাংগঠনিক জেলা শাখার সহযোগী সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এতে অংশ নেবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৩০ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে এক জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রংপুর আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে এ কথা জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর